মিষ্টি: যদি বিয়ে-ই না করতে পারবে তাহলে ভালোবাসছো কেন..??

মিষ্টি: যদি বিয়ে-ই না করতে পারবে তাহলে ভালোবাসছো কেন..?? হৃদয়: রিলেশনের প্রথমে-ই তোমাকে আমি বলেছিলাম,, পাঁচ বছরের আগে আমি বিয়ে করতে পারবো না..!! কিন্তু রিলেশনের ২ বছর যেতে না যেতে-ই বিয়ে করতে বলছো,,যেটা আমার পক্ষে অসম্ভব..!! মিষ্টি: তখন পরিস্থিতি ভিন্ন ছিল,,ভেবেছিলাম আমার বাবা মা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে..!!তাই তোমার ওমন অবাস্তব শর্ত মেনে নিয়ে তোমার সাথে রিলেশন করেছিলাম..!! হৃদয়: তোমার কাছে অবাস্তব মনে হলেও আমার কাছে চরম বাস্তব এটা..!! মিষ্টি:আমি ওতো কিছু জানি না,,বুঝি না..!!আমি শুধু তোমাকে চাই,, তোমাকে ছেড়ে অন্য কাউকে আমি কোনোদিও বিয়ে করে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না..!! হৃদয়: মেনে নিতে হবে,, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই..!! নিয়তি হয়তো চায় আমরা আলাদা হয়ে যাই..!! মিষ্টি: বিয়ের পর ২ বছর আমরা খুব ভালো ভাবে চলতে পারবো,,সেরকম টাকা পয়সা নিয়ে-ই আমি বাসা থেকে বের হবো..!! তুমি শুধু একবার হ্যা বলো..!! হৃদয়: না,, কখনো-ই না..!!এটা আমি কখনো-ই করবো না..!! মিষ্টি: আমি ১০ লাখ টাকা বাসা থেকে নিতে পারবো,,যেটা দিয়ে আমাদের দুই তিন বছর খুব ভালো ভাবে ...