Posts

Showing posts from May, 2021

মিষ্টি: যদি বিয়ে-ই না করতে পারবে তাহলে ভালোবাসছো কেন..??

Image
  মিষ্টি: যদি বিয়ে-ই না করতে পারবে তাহলে ভালোবাসছো কেন..?? হৃদয়: রিলেশনের প্রথমে-ই  তোমাকে আমি বলেছিলাম,, পাঁচ বছরের আগে আমি বিয়ে করতে পারবো না..!! কিন্তু রিলেশনের ২ বছর যেতে না যেতে-ই বিয়ে করতে বলছো,,যেটা আমার পক্ষে অসম্ভব..!! মিষ্টি: তখন পরিস্থিতি ভিন্ন ছিল,,ভেবেছিলাম আমার বাবা মা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে..!!তাই তোমার ওমন অবাস্তব শর্ত মেনে নিয়ে তোমার সাথে রিলেশন করেছিলাম..!! হৃদয়: তোমার কাছে অবাস্তব মনে হলেও আমার কাছে চরম বাস্তব এটা..!! মিষ্টি:আমি ওতো কিছু জানি না,,বুঝি না..!!আমি শুধু তোমাকে চাই,, তোমাকে ছেড়ে অন্য কাউকে আমি কোনোদিও বিয়ে করে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না..!! হৃদয়: মেনে নিতে হবে,, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই..!! নিয়তি হয়তো চায় আমরা আলাদা হয়ে যাই..!! মিষ্টি: বিয়ের পর ২ বছর আমরা খুব ভালো ভাবে চলতে পারবো,,সেরকম টাকা পয়সা নিয়ে-ই আমি বাসা থেকে বের হবো..!! তুমি শুধু একবার হ্যা বলো..!! হৃদয়: না,, কখনো-ই না..!!এটা আমি কখনো-ই করবো না..!! মিষ্টি: আমি ১০ লাখ টাকা বাসা থেকে নিতে পারবো,,যেটা দিয়ে আমাদের দুই তিন বছর খুব ভালো ভাবে ...

একটা ট্রাক রাতের বেলায় করোনার লাশ নিয়ে ঢাকা থেকে পাবনা যাচ্ছে।

Image
 ইন্নালিল্লাহ.. 😤 একটা ট্রাক রাতের বেলায় করোনার লাশ নিয়ে ঢাকা  থেকে পাবনা যাচ্ছে।   পথের  মধ্যে  ড্রাইভার এবং হেলপারের চায়ের  নেশা  ধরলো। তাই  তারা   রাস্তার  পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার & হেলপার একটি দোকানে চা খেতে নামলো। তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক ঈশ্বরদীর  উদ্দেশ্যে  বাড়ী  থেকে   বের  হয়ে   গাড়ীর অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিলো। হঠাৎ লোকটা ট্রাকটি দেখে ভাবলো  এই ট্রাকটি  খালি  ড্রাইভার এবং হেলপারকে না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর বসে পড়ল। কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের  সুখে  টানতে  লাগলো।  হঠাৎ হেলপারের  চোখ পিছনে পড়তেই  দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে। হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বললঃ হেলপারঃ...

Arfan Ahmed

Image
Arfan Ahmed at sea beach  

Arfan Ahmed

Image
Arfan ahmed  

Arfan Ahmed

Image
 

Arfan ahmed

Image
 

সিজারে পুরুষ কেন?

Image
 সিজারে পুরুষ কেন? বাংলাদেশে কি নারী ডাক্তারের এতোটাই অভাব? আপনারা যারা বিয়ে করেছেন,,ছেলে মেয়ের বাবা হবেন তারা কান খাড়া করেন শুনে রাখুন। আপনার স্ত্রীকে ডেলিভারির নামে কিসের সিজার করাচ্ছেন? যে সিজার পুরুষ ডাক্তার দিয়ে করানো হয়। মনে রাখবেন- আপনার স্ত্রীর গোপন অঙ্গ আপনি ব্যতিত অন্য কোনো পুরুষের দেখার অধিকার নেই।🙂 যদি এরকমটা হয়,তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট এর জবাবদিহিতা আপনাকেই করতে হবে। এই লজ্জাটা কার? লজ্জাটা আপনার।🙂 এই লজ্জাটা গোটা মানবজাতির।💔 আসুন নিয়ম বদলায়।🙏 অন্যান্য দেশ গুলোতে স্ত্রীর ডেলিভারির সময় স্বামীকে পাশে রাখা হয়। এতে স্ত্রীর মন অনেক বেশী আত্ম-বিস্বাসী হয়ে ওঠে। আর স্ত্রীরা ভাবে নতুন কোন মানুষকে পৃথিবীতে আনতে হয়তো আমার মৃত্যুও হতে পারে, কিন্তুু আমার সৌভাগ্য যে, আমার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষনে আমার স্বামী আমার পাশে আছে, আপাতত আমি তার চেহারার দিকে তাকিয়ে সব যন্ত্রনা হাঁসিমুখে মেনে নিতে পারবো। কিন্তু আমাদের বাংলাদেশে আঁতুরঘর তো দূরের কথা হসপিটাল এর অপারেশন রুমের আশেপাশে ও স্বামীকে রাখা হয়না! কিছু কিছু ডাক্তারের আত্বসম্মানে লাগে-স্বামী পাশে থাকতে চাইলে!😐 আমি ...

তুমি কি দেখনি যে, আসমান ও যমীনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবীহ পাঠ করে?

Image
 তুমি কি দেখনি যে, আসমান ও যমীনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবীহ পাঠ করে? প্রত্যেকেই তাঁর সালাত ও তাসবীহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। সূরা : আন-নূরঃ আয়াত -৪১

আসছে, ঘূর্ণিঝড় "ইয়াস"

Image
 আসছে, ঘূর্ণিঝড় "ইয়াস"  ২৩-২৪ মে আন্দামান ও নিকোবর দ্বীপের উত্তর-পূর্ব অংশে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, বলছে আবহাওয়া পূর্বাভাস মডেল। ঘূর্ণিঝড়টির নাম হবে "ইয়াস"। এক সপ্তাহ আগেই আমেরিকার আবহাওয়ার পূর্বাভাস মডেল এই ঘূর্ণিঝড় সৃষ্টির কথা বলেছিল। আর আজ বিশ্বের সব আবহাওয়ার পূর্বাভাস মডেল বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সৃষ্টির কথা নির্দেশ করছে। প্রায় সব মডেলই বলছে, ঘূর্ণিঝড়টি ২৫ মে মধ্যরাত থেকে ২৬ মে সন্ধ্যার মধ্যে স্থলভাগে প্রবেশ করবে। ঘূর্ণিঝড়টি ওডিশার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা বলছে শুধু ইউরোপীয় ইউনিয়নের মডেল, বাকি সব মডেলই (আমেরিকা, কানাডা, জার্মানি) নির্দেশ করছে, ঘূর্ণিঝড়টি ভারত ও বাংলাদেশের সুন্দরবন অংশের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার কলারোয়া উপজেলার মানুষদের স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণের আবেগস্পর্শী ছবি দেখেছে মানুষ। আতঙ্কের কথা, আম্পান যে স্থানের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল, প্রায় একই স্থান (সাতক্ষীরা, খুলনা ও পশ্চিমবঙ্গের উপকূল) দিয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি প্রবেশ করতে পারে। মডেলগুলো...

হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান। তিনি ছিলেন গ্যাস চেম্বারে ডুকিয়ে ইহুদীদের হত্যা করার রুপকার।

Image
হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান।  তিনি ছিলেন গ্যাস চেম্বারে ডুকিয়ে ইহুদীদের হত্যা করার রুপকার। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে হিটলারের পরাজয় হলে তিনি ব্রাজিলে পালিয়ে যান এবং ছদ্মবেশে একটি কৃষি ফার্মে কাজ করেন।  কিন্তু শেষ রক্ষা হয়নি, অনেক বছর পর তিনি ধরা পড়েন ইহুদীদের হাতে। ইহুদীরা তার প্রতি খুব রেগে ছিল।তাকে হত্যা করার সব প্রস্তুতি শেষ করল ।  মৃত্যুর পুর্বে তার শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হলে তিনি মৃত্যুর পুর্বে ইহুদী ধর্ম গ্রহন করার কথা বলেন।  তার এমন ইচ্ছার কথা শুনে উপস্থিত সবাই হেসে দিল। বলল, বাছাধন, তুমি মনে করেছ, ইহুদী ধর্ম গ্রহন করলেই ইহুদীরা তোমায় মাফ করে দেবে! তা হবে না। মরতে তোমায় হবেই।  কয়েকজন কৌতুহলী জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার এই ইচ্ছা কেন হলো?  বলো তো?  আইখম্যান নির্বিকার চিত্তে বললো, " তোমরা যে আমায় ছাড়বে না, এটা আমি নিশ্চিত। তাই মারা যাওয়ার আগে দেখে যেতে চাই, আরেকটা ইহুদী মারা গেল।" ইহুদীদের প্রতি কতটুকু ঘৃনা থাকলে মৃত্যুর আগেও আরেকটি ইহুদীর মৃত্যু দেখতে চায়!!!   চিন্তা করুন???? Bangladesh 🇧🇩 stand with Palestine 🇵🇸 Arfan Ahmed 

দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি।

Image
  দুদিন ধরে সাংবাদিক রোজিনা ইসলামের কয়েকটি স্থিরচিত্র দেখছি আর বিস্মিত হচ্ছি। দেশ ও বিশ্ব গণমাধ্যমে তাঁকে ঘিরে তৈরি প্রতিবেদনগুলো পড়ছি আর ভাবছি, আমার সোনার বাংলাদেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকেছে! একজন সৎ সংবাদকর্মী তো কখনোই রাষ্ট্রের প্রতিপক্ষ নন। বরং তিনি সমাজ তথা দেশের দর্পণ হিসেবে কাজ করেন। দেশের উজ্জ্বলতম অনুসন্ধানী সাংবাদিকের এমন দশায় উদ্বিগ্ন হই, মনটা ভারাক্রান্ত হয়।  দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে সাংবাদিকতা করে রোজিনা ইসলাম দেশে ও দেশের বাইরে থেকে পেয়েছেন একাধিক পুরস্কার। এ পর্যন্ত তিনি যেসব অসংগতি, দুর্নীতি জনগণের সামনে তুলে ধরেছেন, সেগুলোর সবই কাঠখড় পুড়িয়ে বের করে আনা তথ্য; যা বস্তুনিষ্ঠ এবং জনগণের মঙ্গলময়।  কিন্তু সুসাংবাদিকতা করতে গিয়ে রোজিনা ইসলাম যেভাবে হেনস্তার শিকার হয়েছেন তা মোটেও কাম্য নয়। এতে করে স্বাধীন সাংবাদিকতার পথকে সংকুচিত করা হয়েছে। আদালতের মাধ্যমে রোজিনা ইসলাম যেন শতভাগ ন্যায়বিচার পান সেই কামনা করছি। #journalismisnotacrime

বিড়ালের মত হাজার বছর বাঁচার চেয়ে , সিংহের মত এক ঘন্টা বাঁচা উত্তম!

Image
বিড়ালের মত হাজার বছর বাঁচার চেয়ে , সিংহের মত এক ঘন্টা বাঁচা উত্তম! ইসলাম মাথা নোয়াবার ধর্ম নয়,, ছোট ছোট বাচ্চাদের থেকে শিক্ষা নিন। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করুন আমাদের ভাইবোনদের জন্য। দোয়া ছাড়া আমাদের উত্তম কোনো অস্ত্র নেই। ইয়া আল্লাহ তুমি, তোমার কুদরতি শক্তি দিয়ে সাহায্য করো,,🤲🤲🤲❤️❤️❤️❤lailaha_illallahu_muhammadur_rasulullah  #We_are_follower_of_Our_Prophet_Hazrat_Muhammad_Sallallahu_Alaihi_Wasallam

আল-আক্বসা মসজিদের ইমাম চিৎকার করে বলছেন,

Image
  আল-আক্বসা মসজিদের ইমাম চিৎকার করে বলছেন,  " হে আল্লাহ, তুমি তো সবকিছু দেখছো। তারা মসজিদে প্রবেশ করবে মৃত লাশের উপর দিয়ে। হে আল্লাহ,হয় আমরা না হয় তারা! আক্বসা আমাদের,আক্বসার প্রতি তাদের কোনো অধিকার নেই।" আল-আক্বসা, মুসলমানদের প্রথম কিবলা। কিভাবে মুসলমানরা ছেড়ে দেবে এই ভূমি? শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবে তারা। আল-আক্বসা, যে পবিত্র ভূমির কথা আল্লাহ নিজে বর্ণণা করেছেন পবিত্র কুরআনে। সেই ভূমি কিভাবে পথভ্রষ্টদের হাতে তুলে দেবে মুসলমানরা? আল্লাহ নিজে প্রতিজ্ঞা করেছেন, " কেউ অণু পরিমাণ সৎ কর্ম করলে তার প্রতিদান পাবে। কেউ অণু পরিমাণ অসৎ কর্ম করলে তার প্রতিদান ও পাবে।" আল্লাহ তার প্রতিজ্ঞা রাখবেন কারণ নিশ্চয়ই উনি শ্রেষ্ঠ ওয়াদা রক্ষাকারী। মসজিদুল আক্বসার দিকে যারা গুলি ছুড়েছে,তারা ধ্বংস হোক। নিষ্পাপ শিশুদের রক্তে মসজিদ রক্তাক্ত করেছে যারা, তাদের মৃত্যু হোক অমানবিক যন্ত্রণায়।  আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। সবাইকেই তার একদিন তার কর্মফল ভোগ করতেই হবে! হে আল্লাহ, রক্ষা করো তোমার ঘর। হে আল্লাহ, রক্ষা করো তোমার অসহায় বান্দাদের।  হে মহামহিম মহাশক্তিধর আ...

Arfan Ahmed

Image
 

Arfan Ahmed

Image
 

Arfan Ahmed

Image
 

Arfan Ahmed

Image
 

Arfan Ahmed

Image
 

Arfan ahmed

Image