আল-আক্বসা মসজিদের ইমাম চিৎকার করে বলছেন,

 আল-আক্বসা মসজিদের ইমাম চিৎকার করে বলছেন, 

" হে আল্লাহ, তুমি তো সবকিছু দেখছো। তারা মসজিদে প্রবেশ করবে মৃত লাশের উপর দিয়ে। হে আল্লাহ,হয় আমরা না হয় তারা! আক্বসা আমাদের,আক্বসার প্রতি তাদের কোনো অধিকার নেই।"


আল-আক্বসা, মুসলমানদের প্রথম কিবলা। কিভাবে মুসলমানরা ছেড়ে দেবে এই ভূমি? শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবে তারা।


আল-আক্বসা, যে পবিত্র ভূমির কথা আল্লাহ নিজে বর্ণণা করেছেন পবিত্র কুরআনে। সেই ভূমি কিভাবে পথভ্রষ্টদের হাতে তুলে দেবে মুসলমানরা?



আল্লাহ নিজে প্রতিজ্ঞা করেছেন,
" কেউ অণু পরিমাণ সৎ কর্ম করলে তার প্রতিদান পাবে। কেউ অণু পরিমাণ অসৎ কর্ম করলে তার প্রতিদান ও পাবে।" আল্লাহ তার প্রতিজ্ঞা রাখবেন কারণ নিশ্চয়ই উনি শ্রেষ্ঠ ওয়াদা রক্ষাকারী।


মসজিদুল আক্বসার দিকে যারা গুলি ছুড়েছে,তারা ধ্বংস হোক। নিষ্পাপ শিশুদের রক্তে মসজিদ রক্তাক্ত করেছে যারা, তাদের মৃত্যু হোক অমানবিক যন্ত্রণায়। 


আল্লাহ ছাড় দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না। সবাইকেই তার একদিন তার কর্মফল ভোগ করতেই হবে!


হে আল্লাহ, রক্ষা করো তোমার ঘর। হে আল্লাহ, রক্ষা করো তোমার অসহায় বান্দাদের। 


হে মহামহিম মহাশক্তিধর আল্লাহ,রহম করো সবার উপর। আমাদের ক্ষমা করো, আমাদের রক্ষা করো। 

তুমি তো সব দেখছো, তুমি তো সব জানো।

 আমাদের উপর দয়া করো, প্রভু।

Comments

Arfan Ahmed

হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান। তিনি ছিলেন গ্যাস চেম্বারে ডুকিয়ে ইহুদীদের হত্যা করার রুপকার।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মানুষের মূল্য কমতে থাকে।

একটা ট্রাক রাতের বেলায় করোনার লাশ নিয়ে ঢাকা থেকে পাবনা যাচ্ছে।