মিষ্টি: যদি বিয়ে-ই না করতে পারবে তাহলে ভালোবাসছো কেন..??

 মিষ্টি: যদি বিয়ে-ই না করতে পারবে তাহলে ভালোবাসছো কেন..??


হৃদয়: রিলেশনের প্রথমে-ই  তোমাকে আমি বলেছিলাম,, পাঁচ বছরের আগে আমি বিয়ে করতে পারবো না..!! কিন্তু রিলেশনের ২ বছর যেতে না যেতে-ই বিয়ে করতে বলছো,,যেটা আমার পক্ষে অসম্ভব..!!


মিষ্টি: তখন পরিস্থিতি ভিন্ন ছিল,,ভেবেছিলাম আমার বাবা মা আমাকে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করাবে..!!তাই তোমার ওমন অবাস্তব শর্ত মেনে নিয়ে তোমার সাথে রিলেশন করেছিলাম..!!


হৃদয়: তোমার কাছে অবাস্তব মনে হলেও আমার কাছে চরম বাস্তব এটা..!!


মিষ্টি:আমি ওতো কিছু জানি না,,বুঝি না..!!আমি শুধু তোমাকে চাই,, তোমাকে ছেড়ে অন্য কাউকে আমি কোনোদিও বিয়ে করে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারবো না..!!


হৃদয়: মেনে নিতে হবে,, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই..!! নিয়তি হয়তো চায় আমরা আলাদা হয়ে যাই..!!


মিষ্টি: বিয়ের পর ২ বছর আমরা খুব ভালো ভাবে চলতে পারবো,,সেরকম টাকা পয়সা নিয়ে-ই আমি বাসা থেকে বের হবো..!! তুমি শুধু একবার হ্যা বলো..!!


হৃদয়: না,, কখনো-ই না..!!এটা আমি কখনো-ই করবো না..!!


মিষ্টি: আমি ১০ লাখ টাকা বাসা থেকে নিতে পারবো,,যেটা দিয়ে আমাদের দুই তিন বছর খুব ভালো ভাবে চলে যাবে..!!তারপর তোমার স্ট্যাডি শেষ হলে তুমি না হয় কিছু করবে..!!


হৃদয়:তুমি হয়তো ১০ লাখ টাকা নিয়ে পালালে তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না..!!তাদের ঠিকঠাক চলে যাবে,,যেমনটা এখন চলছে..!! কিন্তু আমি যদি আমার পরিবার ছেড়ে চলে যাই,, তাহলে

আমার পরিবারের অনেক কষ্ট হবে..!! তুমি তো জানো আমি সারাদিন টিউশনি করি,,মাস শেষে যা পাই তার অর্ধেকটা-ই আমি বাড়িতে দেয়,, পরিবারের প্রয়োজনে খরচ করি..!!আর আমার বাবার চাকরিটাও শেষ পর্যায়ে,,যে কোনো সময়ে চলে যেতে পারে..!! এমন অবস্থায় আমি আমার পরিবার কে ফেলে নিজের সুখের জন্য তোমার সাথে যেতে পারবো না..!!


মিষ্টি: তুমি তো বলতে আমাকে খুব ভালোবাসো,, আমার জন্য সবকিছু করতে পারবে..!!এটা-ই বুঝি তোমার ভালোবাসা..?? নিজের ভালোবাসার মানুষকে দূরে ঠেলে দিচ্ছো..!!


হৃদয়: তুমি যা খুশি ভাবতে পারো,, আমার কিছু  যায় আসে না..!! আমার পরিবারের জন্য আমার জীবনটাও আমি ত্যাগ করতে পারি...!! সেখানে আমার ভালোবাসা তো খুব তুচ্ছ..!!


মিষ্টি: একটা মেয়ে সারাজীবন দুঃখ নিয়ে জীবন পাড় করবে..!!আর সেটার জন্য দায়ী থাকবে তুমি..!!


হৃদয়: কখনো-ই না..!! আমার বিশ্বাস,,আমাকে ছাড়া তুমি খুব সুখে-ই জীবন পাড় করবে..!!প্রথম প্রথম হয়তো কষ্ট হবে,, কিন্তু একসময় স্বামীর আদর,, ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে..!!


মিষ্টি: আমি সবার মতো না,,এটা তুমি ভালো করে-ই জানো..!!


হৃদয়: তবুও এটা-ই হবে..!!


মিষ্টি: আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমাকে কখনো ফোন কিংবা মেসেজ দিবে না..!!


হৃদয়: আচ্ছা,, দিবো না..!!


মিষ্টি: আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না..!!


হৃদয়: ঠিক আছে,, করবো না..!!


মিষ্টি:আমি যদি মরেও যায়,,তুমি কখনো জানতে পারবে না..!!


হৃদয়: প্লীজ,, এভাবে বলো না..!!


মিষ্টি: ভালো থেকো তুমি..!!


সোডিয়াম আলোর হলুদ রাস্তায় হাঁটছি আমি..!! পূর্বের আকাশের সূর্য টা ডুবে গেছে অনেক আগে-ই..!!ড্রিম লাইট গুলো আলোকিত শহরটা কে আরো আলোকময় করে তোলার চেষ্টা করছে..!!

আজকে মিষ্টির সাথে সব সম্পর্কের মায়াজাল ছিন্ন করে চলে আসলাম..!!আমি বুঝতাম,, মেয়েটা আমাকে খুব করে ভালোবাসে..!! কিন্তু বাস্তবতার কাছে আমার হাত বাধা..!!

জলন্ত সিগারেট হাতে উদ্দেশ্যহীন ভাবে হেঁটে চলেছি..!! সিগারেট যেমন ক্রমে ক্রমে ছোট হয়ে আসছে,, তেমন আমার পৃথিবীটাও ছোট হয়ে আসছে..!!আজকে আমার কান্না করার দিন,, আজকে আমার কষ্টের দিন..!!

 তবে কেউ কোনো দিন জানতে পারবে না,, মিষ্টি নামের মেয়েটা কে আমি কতটুকু ভালোবাসতাম..!!এটা শুধু আমার ভিতরে-ই থাকবে..!!

মিষ্টির বিয়ে হয়ে যাওয়ার পরও সে আমাকে ফোন দিতো..!! অনেক গালাগাল করতো আমাকে..!!

আমি মুখ বুজে সব সহ্য করতাম..!! মাঝে মাঝে ফোন দিয়ে অনেক খারাপ কথা বলতো..!! বলতো,, তুই তো আমাকে বিয়ে করলি না,,চল আমার সাথে হানিমুনে চল..!! আমাকে একটা বাচ্চা দিবি তুই..!!আমি তোর কাছে থেকে বাচ্চা নিবো,,আরো অনেক কিছু..!!

আমি বুঝতাম এগুলো ওর পাগলামী,, একসময় সব ঠিক হয়ে যাবে..!! এভাবে বিয়ের ছয় মাস পর্যন্ত মিষ্টি আমার সাথে নিয়মিত কথা বলতো..!! হঠাৎ করে-ই তার ফোন আসা বন্ধ হয়ে গেল..!! কিছু দিন পর আমি ট্রাই করলাম ওর নাম্বারে কিন্তু বন্ধ পেলাম..!!

প্রায় এক বছর পর কোনো এক পড়ন্ত বিকেলে যখন ফোন দিলাম তখন মিষ্টি রিসিভ করলো......


হৃদয়: কেমন আছো..??


মিষ্টি: ভালো..!!


হৃদয়: তোমাকে আমি অনেক ফোন দিয়েছি, কিন্তু নাম্বার টা বন্ধ পেয়েছি..!!


মিষ্টি: বন্ধ রেখেছিলাম..!!


হৃদয়: কেন..??


মিষ্টি:যাতে অপ্রত্যাশিত কেউ ফোন না দিতে পারে..!!


হৃদয়: তোমার সাথে কিছু সময় কথা বলতে চাই..!!


মিষ্টি:সরি,, আমার হাসবেন্ড দাঁড়িয়ে আছে আমার জন্য..!!


হৃদয়:যখন সময় পাও তখন ফোন করো..!!


মিষ্টি: চেষ্টা করবো..!!


হৃদয়: আমি অপেক্ষায় থাকবো..!!


এরপর কেটে গিয়েছে দীর্ঘ একটা বছর..!!আমি প্রতিনিয়ত মিষ্টির অপেক্ষায় থাকতাম মন খুলে একটু কথা বলার জন্য,, আমার দুঃখের কথা গুলো তাকে বলার জন্য..!! কিন্তু মিষ্টি আমার অপেক্ষার সমাপ্তি ঘটায়-নি..!!

টিউশনির জন্য যাচ্ছিলাম,, হঠাৎ দেখতে পেলাম একটা মেয়ে বাচ্চা কোলে নিয়ে গাড়ি থেকে নামলো..!!একি,,এটা তো আমার মিষ্টি..!!তখনি তার পেছনে একজন সুদর্শন ছেলে গাড়ি থেকে নেমে বাচ্চা টা কে নিজের কোলে তুলে নিলো..!!

আমি আবার ভুল করলাম,, মিষ্টি তো অনেক আগে-ই অন্য কারো হয়ে গেছে..!! মিষ্টি তার বাচ্চা টা কে তার হাসবেন্ডের কোলে দিয়ে স্বামীর হাতটা পরম ভালোবাসায় শক্ত করে ধরে পথ চলতে শুরু করলো..!!আমিও আমার পথে চলতে লাগলাম..!!

আর ভাবতে লাগলাম....

এজন্য-ই হয়তো মিষ্টি আমার অপেক্ষাটা অসমাপ্ত রেখেছে..!! স্বামীর ভালোবাসা পেয়ে হয়তো সে ভুলে গেছে আমার অপেক্ষার কথা..!! ভালোবাসায় সবকিছু ভুলে গিয়েছে,, সাথে আমাকেও..!!যদিও আমি চেয়েছিলাম আমাকে একটু মনে রাখুক,, কিন্তু এটা-ই হয়ে আসছে..!!

Arfan Ahmed

Comments

Arfan Ahmed

হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান। তিনি ছিলেন গ্যাস চেম্বারে ডুকিয়ে ইহুদীদের হত্যা করার রুপকার।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মানুষের মূল্য কমতে থাকে।

একটা ট্রাক রাতের বেলায় করোনার লাশ নিয়ে ঢাকা থেকে পাবনা যাচ্ছে।