একটা ট্রাক রাতের বেলায় করোনার লাশ নিয়ে ঢাকা থেকে পাবনা যাচ্ছে।

 ইন্নালিল্লাহ.. 😤


একটা ট্রাক রাতের বেলায় করোনার লাশ নিয়ে ঢাকা  থেকে পাবনা যাচ্ছে।  পথের  মধ্যে  ড্রাইভার এবং হেলপারের চায়ের  নেশা  ধরলো। তাই  তারা   রাস্তার  পাশে গাড়ি থামিয়ে ড্রাইভার & হেলপার একটি দোকানে চা খেতে নামলো।


তারা দোকানে বসে চা খাচ্ছে। এইদিকে এক লোক ঈশ্বরদীর  উদ্দেশ্যে  বাড়ী  থেকে   বের  হয়ে   গাড়ীর অপেক্ষায় রাস্তার পাশে থাকতে থাকতে অনেক রাত হয়ে গেলে গাড়ি না পেয়ে রাস্তায় বসেছিলো।


হঠাৎ লোকটা ট্রাকটি দেখে ভাবলো  এই ট্রাকটি  খালি  ড্রাইভার এবং হেলপারকে না দেখিয়ে উঠে পড়ি। যেমন ভাবনা তেমনি কাজ উঠে পড়ল ট্রাকে। ট্রাকে উঠে অন্ধকারে লাশের ওপর বসে পড়ল।


কারন, অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। অতঃপর ( ড্রাইভার & হেলপার) চা খাওয়া শেষ করে যথারীতি গাড়ি চালিয়ে যাচ্ছে।


কিছুক্ষণ পর ট্রাকে বসা লোকটা একটা সিগারেট ধরে মনের  সুখে  টানতে  লাগলো।  হঠাৎ হেলপারের  চোখ পিছনে পড়তেই  দেখলো পিছনে লাশটা বসে সিগারেট টানছে।

হেলপার ভয়ে ভয়ে ড্রাইভারকে বললঃ


হেলপারঃ-- ওস্তাদ গাড়ি থামান!

ওস্তাদঃ-- কেন?

হেলপারঃ-- পিছনে তাকিয়ে  দেখেন লাশ বসে সিগারেট টানছে!

ওস্তাদঃ-- দূর বেটা এইটা কেমনে হয়?


হেলপারঃ-- দেখেন না আপনি? 

এবার দুইজনে ( ড্রাইভার & হেলপার) গাড়ি থেকে নামল দেখার জন্য যে ব্যাপারটা কি?

লাশের ওপর বসে থাকা লোকটা সিগারেট টানতে টানতে বললঃ-- কিরে গাড়ি থামালি কেন?


এই শুনে ওস্তাদ বলল কাম সারছে , অতঃপর দূইজনে মিলে দিল খিচ্ছা দৌড়!

দৌড়ের দৃশ্য দেখে লোকটা ভাবলো মনে হয় কোনো সমস্যা হইছে!

নইলে ওরা দৌড় দিল কেন!


বসে থাকলে সে বিপদে পড়বে ভেবে  সেও ওদের পিছনে পিছনে দিল দৌড়।

হেলপার পিছনে তাকাইয়া দেখে  লাশটা ওদের পিছনে পিছনে দৌড়াইতাছে!


হেলপার বললঃ ওস্তাদ আজ আর রক্ষা নেই ঐ  লাশটা ও আমাদের পিছনে দৌড়াচ্ছে তাড়াতাড়ি জান বাঁচাইয়া ভাগেন!


 সত্যি করে বলেন মন খুলে কত দিন পর হাসলেন? পড়া শেষে ধন্যবাদ দিতে ভুলবেন না কিন্তু 😊😊


Comments

Arfan Ahmed

হিটলারের সহযোগী ছিলেন আইখম্যান। তিনি ছিলেন গ্যাস চেম্বারে ডুকিয়ে ইহুদীদের হত্যা করার রুপকার।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মানুষের মূল্য কমতে থাকে।